বরগুনা জেলার বেতাগীতে চলাচলের কাঠের পুল যেন মরণ ফাঁদ


মোঃ তরিকুল ইসলাম জিসান, স্টাফ রিপোর্টার 
বরগুনা জেলার বেতাগী উপজেলার কালিকাবাড়ি গ্রামের জামির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের খালটিতে নতুন ব্রিজ নির্মানের কারনে প্রায় ৬ মাস আগে পুরাতন পুলটি ভেঙে দিয়ে কাজ শুরু করে ঠিকাদার। জনগণের চলাচলের জন্য পূর্ব পাশে একটি কাঠের পুল নির্মান করে দেয়া হয়েছিল। 

কিন্তু খালের প্রবল স্রোতের কারনে কাঠের পুলটি বর্তমানে অবস্থা মরণফাঁদে পরিনত হয়েছে। এদিকে নতুন ব্রিজের কাজ সম্পূর্ণ না হওয়ার কারনে জনগনের দুর্ভোগ চরমে। মটর সাইকেল অনেক ঝুঁকি নিয়ে চলাচল করলেও অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারছেনা। 

তাই এলাকার স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্তৃপক্ষের নিকট ব্রিজটির কাজ শেষ না হওয়া পর্যন্ত পুনরায় কাঠের পুলটি মেরামতের জন্য আবেদন জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম