কোভিড ১৯ টিকা ১ম ডোজ দেয়ার জন্য বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সিরিয়ালে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে।

 

নিজস্ব প্রতিবেদক। 
আজ ২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিট থেকে ৫০ শয্যা বিশিষ্ট বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কোভিড ১৯ এর  টিকা কার্যক্রম শুরু  হলেও টিকা গ্রহণ কারীদের হুরাহুরিতে অনেক এর সমস্যা হয়। বেতাগী উপজেলার  ১নং বিবিচিনি ইউনিয়ন থেকে শুরু করে ৭নং সরিষামুড়ি  ইউনিয়ন এর লোকজন টিকা দিতে আসার কারণে ও ১ম ও ২য় ডোজ উভয়ের গ্রহণ কারী  উপস্থিত হওয়ার কারণে জটলা পাকিয়ে এক জায়গায় জমা হয়। এসময় ভিডিপি সদস্যরা ও স্বাস্থ কর্মীরা চেষ্টা করে হয়রান এছাড়াও দেখা যায় প্রভাবসালী কিছু লোক নিজেদের শুবিধা নিতে মানুষের হয়রানি করতে দেখা গেছে। 
উপজেলার টিকা কেন্দ্র 
এক স্বাস্থ কর্মীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় যে একটি স্ক্যানার মেসিন থাকাতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। কারণ ১ম ডোজ আর ২য় ডোজ ফরম গুলো স্ক্যান করে তারপর টিকা দেয়া লাগে তাই যারা নতুন টিকা দিতে এসেছে তারা কিছুটা  ভোগান্তির শিকার হচ্ছে।
টিকা কেন্দ্রের সামনে জটলা 
দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট সময় কথা থাকলেও প্রচুর ১ম ডোজ এর ফর্ম জমা ও এন্ট্রি হচ্ছে দুপুর ১.৪৫মিনিট এ রিপোর্টে লেখা আগ পর্যন্ত কয়েক শত মানুষ অবস্থান করতে দেখা গেছে। 
 আজ ভ্যারাসেল (China) ভ্যাক্সিন দেয়া হচ্ছে বলে জানা যায় 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম