নিজস্ব প্রতিবেদক, জাতীয় ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আনা ২৫ টি সোনার বারসহ মোহাম্মদ রিপন নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস।
বুধবার রাতে ঢাকা কাস্টম হাউসের জেলা প্রশাসক (প্রতিরোধক)। সানোয়ারুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাত ১১ টা ১২ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট এসভি ৮০৪-এ যাত্রী সৌদি আরব থেকে ঢাকায় আসেন। পাসপোর্ট অনুযায়ী তার নাম মোহাম্মদ রিপন। বাড়ি কুমিল্লা জেলায়। তার হাতে থাকা হুডি জ্যাকেট থেকে, ২ কেজি ৯০০ গ্রাম ওজনের ২৫ টি সোনার বার পাওয়া গেছে। রাত ১১.৪৫ মিনিটে ঐ যাত্রীকে আটক করা হয়।শুল্ক আইনের প্রাসঙ্গিক ধারা এবং নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন সানোয়ারুল কবির।
