কট্টর শিয়া রাষ্ট্র ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই দেশটির ইতিহাসে প্রথমবারের মত একজন সুন্নি মিলিটারি কমান্ডারকে তাদের নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবরটি জানিয়েছে।
নৌবাহিনীর নতুন এই চীফ অ্যাডমিরালের নাম শাহরাম ইরানি, যিনি দেশটির সুন্নি অধ্যুষিত প্রদেশ উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তানের বাসিন্দা। তিনি ১৯৮৭ সালে ইরানি নেভিতে যোগদান করেন, এবং বন্দর আব্বাসের ডেপুটি প্রধান ছিলেন। বর্তমানে তাকে 'চীফ অ্যাডমিরাল' হিসেবে নিযুক্ত করা হয়েছে, যা ইরানি নৌবাহিনীর সর্বোচ্চ পদ। তাকে তার যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ দেয়া হয়েছে বলে জানায় দেশটির সরকার।
ইরানের ইতিহাসে গত চল্লিশ বছরের এই প্রথম কোন সুন্নি নৌ কর্মকর্তা ইরানের কোন সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হলেন।
