পড়লে মন ভাল হয়ে যাবে আসুন শুনি একজন ভালো মানুষের গল্প


নিজস্ব প্রতিবেদক ইসলামী উপদেশঃ

আসলেই আজ পর্যন্ত আমাদের এই সুন্দর পৃথিবীতে কিছু সৎ, ভালো হৃদয়ের মানুষ  আছে বলেই আমাদের সমাজ টিকে আছে আর যদি এই সন্মানিত মানুষ গুলো না থাকতো তাহলে খুব দ্রুত পৃথিবী ধংষ হয়ে যেত আসুন আমরা মুল গল্পে চলে যাই। 

কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন ছাত্র  মিলে কুয়াকাটা ঘুরে ঢাকা ফেরার পথে ঢাকার চাঁনখারপুল এলাকায় একজনের একটি iPhone 7+ হারিয়ে যায়। ফোনে ৩% চার্জ ছিল। ফোনটি চার্জ শেষে বন্ধ হয়ে যায়। হারানো ফোনে ওই ছেলের মৃত পিতার ছবি সহ অনেক স্মৃতি ও প্রয়োজনীয় অনেক ডকুমেন্টস ছিল।

যিনি ফোনটি পান তিনি পেশায় ঢাকা সিটিতে কদমতলী টু ঢাকা চিড়িয়াখানা রুটে চলাচলকারী দিশারী বাসের একজন হেলপার, নাম আল-আমিন। তিনি নিজের বুদ্ধিমত্তায় বন্ধ ফোন হতে সিম খুলে অন্য মোবাইলে লাগিয়ে সেখানে প্রাপ্ত কন্টাক্ট নম্বরে ফোন দিয়ে বিস্তারিত বলে ফোন নিয়ে যেতে বলেন।  ফোনের মালিক সাইফুল ইসলাম  গিয়ে ফোনটি নিয়ে তাকে ২০০০ টাকা দিতে চান। আল-আমিন কিছুতেই টাকা নেন নি। ফোন ফেরত দিতে পেরে আল আমিন কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান মনের মানুষ তিনি।

কোটিপতি হয়েও অনেকে যা না করে একজন সাধারণ মানুষ হিসাবে আল-আমিন এর নৈতিকতা অনেক কিছু শিক্ষা দেয়।দুনিয়াতে ভালো মানুষ আজও আছে এজন্যই দুনিয়ায় আল্লাহ তাআলার রহমত নাজিল হয়।

আসুন আমরা সবসময় মানুষের উপকারে আসতে পারি আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন আমিন 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম