নিজস্ব প্রতিবেদক, জাতীয় ডেস্ক
মাদক ও প্রতারণার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। একই আদালত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন অস্বীকার করেছে।আদালত সূত্রে জানা গেছে, দুটি মামলায় জামিন পেয়েও জেল থেকে মুক্তি পাচ্ছেন না হেলেনা জাহাঙ্গীর।
হেলেনা জাহাঙ্গীরকে পল্লবী থানায় টেলিযোগাযোগ আইনে দায়ের করা অন্য একটি মামলায় ১৭ আগস্ট ঢাকার অন্য একটি আদালত জামিন দেয়। গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা বাহিনী হেলেনা জাহাঙ্গীরকে তার গুলশান বাড়ি থেকে আটক করে। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন আইনে ৪ টি মামলা দায়ের করা হয়।
