১৭ অক্টোবর থেকে ২০ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে


নিজস্ব প্রতিবেদক, জাতীয় ডেস্ক
 লাাা

দেশের ২০ টি বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর থেকে শুরু হবে। মঙ্গলবার এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ২০ টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 'এ' ইউনিটের পরীক্ষা ১৭ অক্টোবর, মানবিক বিভাগের 'বি' ইউনিটের পরীক্ষা ২৪অক্টোবর এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 'সি' ইউনিটের পরীক্ষা ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।এবার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোট ৩ লাখ ৬১ হাজার প্রার্থী অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে সেগুলো  হলো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়  এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়  , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম