মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার
যুব রেড ক্রিসেন্ট, বেতাগী উপজেলা শাখার স্বেচ্ছাসেবকদের কাজে অনুপ্রেরণা যোগাতে বেতাগী পৌরসভার সম্মানিত মেয়র এবি এম গোলাম করিব মহোদয় এর পক্ষ থেকে উপহার প্রদান করা হয় আনুষ্ঠানিক ভাবে ।
গতকাল বুধবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বেতাগী পৌরসভা সভা কক্ষে এ অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার দলনেতা অলি আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেতাগী পৌরসভার জননন্দিত মেয়র জনাব এ,বি,এম গোলাম কবির মহোদয় ।
আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন মোঃ শামীম সিকদার পৌরসভার প্যানেল মেয়র মোঃ কামাল হোসেন পল্টুসহ কাউন্সিলরবৃন্দ সদস্য গন ।
এসময় সভায় বেতাগী পৌরসভার সম্মানিত মেয়র এ,বি,এম গোলাম কবির যুব সদস্যদের মাঝে উপহারস্বরুপ ৫০ পিস টি-শার্ট প্রদান করা হয়।
উক্ত সভার সভাপতি যুব রেডক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার দলনেতা জনাব অলি আহমেদ তার বক্তব্যে "বেতাগীর সম্পদ" এ ভূষিত করেন বেতাগী পৌরসভার সম্মানিত মেয়র এ,বি,এম গোলাম কবির কে।
এ সময় যুব রেড ক্রিসেন্টে এর সদস্যরা বলেন আমরা সেচ্ছায় এই সংগঠনে সাথে কাজ করে গতি শীল ভাবে এগিয়ে যেতে চাই
