মোঃ আল আমিন মল্লিক,স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায়ে বরগুনার বেতাগী উপজেলায় গতকাল সকাল থেকে দ্বিতীয় ধাপে শুরু হয় গনটিকা কার্যক্রম ।
সকল ৯টা থেকে দুপুর ৩ টা পযর্ন্ত চলমান ছিল।
উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৮টি স্থানে আলাদা আলাদা কেন্দ্রে টিকা প্রদান করে। টিকা গ্রহন করতে সকাল থেকেই নারী-পুরুষের উপস্থিতি চোখে পড়ার মত হলেও
ক্রমশ বাড়তে থাকলে কেন্দ্রে কেন্দ্রে দেখা দেয় বিশৃঙ্খলা।
বিশৃঙ্খলা রোধ না করেই দায়িত্বরত চিকিৎসকরা চালিয়ে যায় টিকা কার্যক্রম। এতে টিকা নিতে এসে ব্যাপক সময় ধরে দাড়িয়ে থাকার অভিযোগ করেন টিকা প্রত্যাশীরা। দুপুরের পর টিকা নিতে আসলে অনেকে ফেরত যাওয়ারও অভিযোগ করেন। তাদের কাছ থেকে জানা যায়, দুপুরের পর টিকা কার্ড স্কান করার লোক ছিল না।
উপজেলার পৌরসভা, ৫নং বুড়ামজুমদার,সরিষামুড়ি সহ কয়েকটি ইউনিয়নে দেখা দেয় ব্যাপক বিশৃঙ্খলা। অনেকেরই মাঝে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার নমুনা।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং দাবী করেন “গনটিকা কার্যক্রম শুরু থেকে সবার ভিতরে আগ্রহ বাড়ে। কিছু জায়গায় বেশি উপস্থিতি দেখা দেওয়ায় একটু সমস্যা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুহৃদ সালেহীন বরগুনা নিউজ টিভি অনলাইন কে জানান
উপজেলার সব জায়গায়ই টিকা প্রদান ভালোভাবে সম্পুর্ণ হয়েছে, কিছু জায়গায় যদিও বিশৃঙ্খলা হয়ে থাকে তা পরবর্তীতে ঠিক করে শুরু করা হবে।
এ সময় নির্বাহি কর্মকতা কেন্দ্র পরির্দশন করে এবং সকল কে স্বাস্থ্য বিধি মানার আদেশ দেন। তিনি সবলে উদ্দ্যেশ বলেন সকলে স্থাস্থ্য বিধি মেনে টিকা নিবেন।
