মোঃ তরিকুল ইসলাম জিসান, স্টাফ রিপোর্টার 
মানুষের ভালোবাসায় বরগুনা জেলার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়ন   তারুণ্যের বুড়ামজুমদার সংগঠন। 
শিক্ষা,সামাজিক, বিনোদন ও অসহায় মানুষের জন্য বুড়ামজুমদার ইউনিয়নে  বিভিন্ন শ্রেণী পেশার একদল সেচ্ছাসেবীর উদ্যোগে গড়া হয়েছে তারুণ্যের বুড়ামজুমদার সংগঠন।সংগঠনটি গত বছর আনুমানিক ১ লক্ষ ৫ হাজার টাকা,এবং চলতি বছরের প্রায় ১ লক্ষ টাকার বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করছে।ইতিমধ্যে সংগঠনটির কার্যক্রম আরো গতিশীল করতে কয়েক স্তরে কমিটি করা হয়েছে।উপদেষ্টা পরিষদে রয়েছে অত্র ইউনিয়নের বিশিষ্ট ব্যাক্তিবর্গ
১/মালিক ফিদা আবদুল্লাহ খান মন্টি 
খন্ডকালীন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। 
২/মোঃ আনিচুর রহমান 
প্রধান শিক্ষক, বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়। 
৩/মোঃ আফজাল হোসেন 
অধ্যক্ষ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, সৌদি আরব। 
৪/মোঃ আলমগীর হোসেন 
ব্যবস্থাপনা পরিচালক, বুড়িগঙ্গা রিয়েল এস্টেট। 
৫/মোঃ শহিদুল ইসলাম 
প্রধান শিক্ষক, কাউনিয়া হাই স্কুল। 
৬/মোঃ কামাল হোসেন 
অফিসার্স ইনচার্জ, ধামরাই থানা,ঢাকা। 
৭/মনিরুজ্জামান মনির
প্রেসিডেন্ট,বিসিপিএসপি
পরিচালক,ন্যাশনাল মডেল ইনস্টিটিউট (স্কুল এন্ড কলেজ)
৮/ মোসাঃ লাইলী বেগম
সহকারী শিক্ষকা, কাউনিয়া হাই স্কুল। 
৯/ মোঃ এনামুল হক 
উপ-পুলিশ পরিদর্শক, বরিশাল রেঞ্জ। 
১০/মোঃ শাহীন গাজী 
ব্যাংক কর্মকর্তা, ওয়ান ব্যাংক। 
১১/মোঃ কামরুল হাসান সোহেল 
উপ- সচিব।
১২/ব্যারিস্টার তাবাচ্ছুম আরেফিন মুন 
কর্নধার,মুন গ্রুপ লিমিটেড।
এছাড়াও সংগঠনটিতে রয়েছে পরিচালক পরিষদ,  সমন্বয় পরিষদ,  ওয়ার্ড প্রতিনিধি ও সদস্য। 
উপদেষ্টা মন্ডলীগন জানায়, এলাকার মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে। কর্মব্যস্ততার জন্য গ্রামে বেশি যাওয়া না হলেও এই সংগঠনের মাধ্যমে সাহায্য সহযোগিতা করতে পারি ও এলাকার মানুষের খোঁজ খবর রাখতে পারি।এবং এই সংগঠনের প্রতি সর্বোচ্চ সহযোগিতা থাকবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানায়, তারুণ্যের বুড়ামজুমদার সংগঠনটি অনেক  অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
এই সংগঠনটি সর্বদাই মঙ্গল কামনা করি।
