ডিআরএসের ব্যবহার থাকছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজে নিশ্চিত করেছেন জালাল ইউনুস

 


মোঃ তরিকুল ইসলাম জিসান, স্টাফ রিপোর্টার 

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের ব্যবহার। ফলে আম্পায়ারের কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে দুই দলই তা যাচাই করে নেওয়ার সুযোগ পাবে।

অস্ট্রেলিয়া সিরিজে থাকছে ডিআরএসের ব্যবহার

আধুনিক ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে ডিআরএস। প্রযুক্তির সাহায্যে নির্ভুল সিদ্ধান্ত নির্ণয়ে কার্যকরী ভূমিকা রাখে এই পদ্ধতি। জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের সর্বশেষ টেস্ট এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ছিল না ডিআরএসের ব্যবহার।


তবে ডিআরএস প্রযুক্তির ব্যবহার থাকছে অস্ট্রেলিয়া সিরিজে। ম্যাচ অফিসিয়ালদের তালিকায় ডিআরএস প্রযুক্তি পরিচালনাকারীর নাম না থাকায় সিরিজে ডিআরএসের ব্যবহার থাকছে না- এমন গুঞ্জন ওঠে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গুঞ্জনটি উড়িয়ে দিয়ে বিডিক্রিকটাইমকে জানিয়েছেন, বাংলাদেশের অন্যান্য হোম সিরিজের মত যথারীতি অস্ট্রেলিয়া সিরিজেও ডিআরএসের ব্যবহার থাকছে।

তিনি বলেন, ‘ডিআরএস নিয়ে কোনো সমস্যা নেই বা না থাকার কোনো কারণ নেই। এখন পর্যন্ত আমি জানি সিরিজে ডিআরএসের ব্যবহার থাকছে।’

ডিআরএসের ধোঁয়াশা দূর হওয়ার পাশাপাশি ইতোমধ্যে সিরিজের পাঁচটি ম্যাচের অফিসিয়ালদের তালিকাও প্রকাশ করেছে বিসিবি। করোনাকালে আইসিসির নিয়ম অনুযায়ী সব অফিসিয়ালই স্বাগতিক বাংলাদেশের।

একনজরে দেখে নিন সেই তালিকা

ম্যাচ ম্যাচ রেফারি অন ফিল্ড আম্পায়ার অন ফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ার চতুর্থ আম্পায়ার
১ম টি-টোয়েন্টি নিয়ামুর রশিদ রাহুল শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত মাসুদুর রহমান মুকুল গাজী সোহেল তানভীর আহমেদ
২য় টি-টোয়েন্টি নিয়ামুর রশিদ রাহুল মাসুদুর রহমান মুকুল তানভীর আহমেদ শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত গাজী সোহেল
৩য় টি-টোয়েন্টি নিয়ামুর রশিদ রাহুল শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত গাজী সোহেল মাসুদুর রহমান মুকুল তানভীর আহমেদ
৪র্থ টি-টোয়েন্টি নিয়ামুর রশিদ রাহুল মাসুদুর রহমান মুকুল



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম