বেতাগী উপজেলায় ৭টি কেন্দ্রে চলবে গণ টিকাদান কর্মসূচি

মোঃ তরিকুল ইসলাম জিসান, স্টাফ রিপোর্টার 
 বেতাগীতে আজ ৭টি কেন্দ্রে উদ্বোধন করা হবে গণটিকাদান। করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষায় গণটিকার এ কার্যক্রম মানুষের মাঝে আশার সঞ্চার করেছে। ২৫ বছরের বেশি  বয়েসী মানুষকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে হবে। টিকাদান চলবে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত।  
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৭ আগস্ট   উপজেলার ৭টি কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হবে। এর আগে ৪ আগষ্ট দুপুরে  কোভিট-১৯ গণটিকাদান ক্যাম্পেইন‘২০২১ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের সভাপতিত্বে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক এডভোকেসি  ও প্রস্তুতি সভার আয়োজন  করা হয় এবং গত ২ আগষ্ট দুপুরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে ভ্যাক্সিনেটরদের প্রশিক্ষণ কার্যক্রমের  উদ্ভোধন করা হয়। 

গণটিকার  প্রস্তুতি কার্যক্রমের অংশ হিসেবে এ উপজেলায় ইতোমধ্যে ৬০ জন ভ্যাক্সিনেটর কে  প্রশিক্ষণ দিয়ে প্রস্তত করা হয়েছে। তবে ইউনিয়ন পর্যায়ে গণটিকার এ কার্যক্রমে প্রয়োজন হবে ৪২ জন ভ্যাক্সিনেটর। কার্যক্রমের সুবিধার্থে বাকীদের আগাম প্রস্তুত করে রাখা হয়েছে। 

এ উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটিতে ১টি করে মোট ৭টি কেন্দ্রে টিকা দেওয়া হবে।  প্রতি কেন্দ্রে ৩টি করে বুথ থাকবে। প্রতিটি বুথে দুই জন করে মোট ৬ জন ভ্যাক্সিনেটর এবং ৯ করে জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। 

এ বিষয় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ডা: তেন মং  জানান, এখানে সাতটি গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ জন্য ইতোমধ্যে ৬০ জন ভ্যাক্সিনেটরকে প্রশিক্ষন দিয়ে  প্রস্তত করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের মাধ্যমে  টিকা প্রদান করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম