মোঃ তরিকুল ইসলাম জিসান, স্টাফ রিপোর্টার 
বরগুনার বেতাগী উপজেলার (কোভিড- ১৯) করোনার গণটিকা কার্যক্রেমের বেতাগী উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন বরগুনা জেলা প্রশাসক জনাব মো: হাবিবুর রহমান।
শনিবার(৭ আগস্ট) সকাল ১০ টায় বরগুনা সদর ও বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়ন টিকাদান কার্যক্রম শুরু হয়।
এসময় সহযোগী সংগঠন হিসাবে ছিলেন চান্দখালী ব্লাড ফাউন্ডেশন। সকাল থেকে লম্বা লাইনে দেখা যাচ্ছে মহিলা এবং পুরুষদের।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সিভিল সার্জন মারিয়া হাসান, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীনসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা। প্রাণঘাতী করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ৬ দিনে ৩২ লাখ মানুষকে টিকা দিতে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে দেশজুড়ে। সারাদেশে বয়স্ক জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে এই গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
