মোঃ তরিকুল ইসলাম জিসান, খেলাধুলা বিষয়ক প্রতিনিধি।
জৈব সুরক্ষা বলয়ে করোনা শনাক্ত হওয়ায় কিঞ্চিৎ পিছিয়ে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ। আর তাতে ম্যাচ কমল পাকিস্তানের। অস্ট্রেলিয়ার সিরিজ পিছিয়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে দলটিকে একটি টি-টোয়েন্টি কম খেলতে হবে।
অস্ট্রেলিয়া সিরিজ পেছানোয় পাকিস্তান সিরিজের ম্যাচ কমাল ক্যারিবীয়রা-
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাকিস্তানের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৭ জুলাই। এই সিরিজটি শুরু হবে একদিন পর, অর্থাৎ ২৮ জুলাই থেকে; মূল সূচি অনুযায়ী যেদিন দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
টি-টোয়েন্টি শেষে টেস্ট সিরিজ শুরু হবে ১২ আগস্ট থেকে। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজ সম্পন্ন করার যথেষ্ট সময় থাকলেও একটি ম্যাচ কমিয়ে ফেলার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সমর্থকরা। চারটি টি-টোয়েন্টি ম্যাচের সূচি নির্ধারণ করা হয়েছে ২৮ ও ৩১ জুলাই এবং ১ ও ৩ আগস্ট।
দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের দাবি, ওয়ানডে ও টেস্টকে দলটি বেশি গুরুত্ব দিচ্ছে। তাই পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থাকে, এ কারণেই টি-টোয়েন্টি সিরিজ না পিছিয়ে ম্যাচ কমানো হয়েছে।
