তালেবান উগ্রবাদী নয়, তারা আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ : ইমরান খান


নিজস্ব প্রতিবেদক, আন্তর্জাতিক ডেস্ক 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তালেবান কোনো উগ্রবাদী সংগঠন নয়, তারা আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এমন্তব্য করেন।

পাকিস্তানে প্রায় ৩০ লাখ আফগান শরণার্থী রয়েছেন। ইমরান খানের প্রশ্ন, এত শরণার্থীর মধ্যে কে বা কারা তালেবান, তা কী ভাবে চিহ্নিত করা সম্ভব?

ইমরান খান বলেন, ‘৫ লাখ, ১০ লাখ মানুষের শরণার্থী ক্যাম্প রয়েছে। তা ছাড়া তালেবান কোনো উগ্রবাদী নয়, তারাও সাধারণ মানুষ। যদি শরণার্থী ক্যাম্পে সাধারণ মানুষ থাকে, তবে পাকিস্তান কীভাবে তালেবান খতম করবে?

পাকিস্তানই তালেবানদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, এমন অভিযোগ প্রসঙ্গে ইমরান খানের এই বক্তব্য।

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে মদদ দেয়ার অভিযোগ উঠছে। সম্প্রতি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পরই সেখানে আবারো তালেবান আধিপত্য দেখা দিয়েছে। এখন দেশের প্রায় ৮৫ শতাংশই তালেবানের দখলে। এই পরিস্থিতিতে পাকিস্তানও তাদের মদদ জোগাচ্ছে বলে নতুন করে অভিযোগ বিরোধীদের। এই অভিযোগের জবাবেই ইমরান খানের এই বক্তব্য।

বরং তিনি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকাকেই দায়ী করেন।

সূত্র : জি নিউজ
জুলাই ৩০, ২০২১


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম