নিজস্ব প্রতিবেদক, আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান স্পষ্টভাবে বলে দিয়েছে তাদের ভূমী ব্যবহার করে কাউকে আফগানিস্তানে হামলা করতে দেবে না।
আমেরিকা বার বার পাকিস্তানের কাছে অনুরোধ করছে যাতে পাকিস্তান তাদের সামরিক ঘাটি করার অনুমতি দেয়।
কিন্তু আমেরিকা যতবার অনুরোধ করেছে পাকিস্তান ততবারই সেটা নাখোছ করে দিয়েছে।
পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় ভূল গুলোর একটি হলো আমেরিকা এবং ন্যাটোকে পাকিস্তানের মাটিতে ঘাটি তৈরী করতে দেওয়া।
আর আমেরিকা এবং ন্যাটো এসব ঘাটি ব্যবহার করে তালে/বান মুজাহিদ দের ক্যাম্পে হামলা করতো।
ফলে পাকিস্তানকে পুরাপুরি ভাবে ফাসানো হয়।
যারফলসরূপ পাকিস্তানে শুরু হতে থাকে জঙ্গি হামলা।
ভারত এবং ইজরাইল পরিকল্পনা করে কিছু গোষ্ঠী তৈরী করেছে।যাদের কাজই হচ্ছে পাকিস্তানে বোমা হামলা করা।
মাত্র কয়দিন আগেও একটা বাসে বোমা হামলা করে ৮জন চীনের সরকারী ইন্জিনিয়ারকে হত্যা করেছে এসব গোষ্ঠী।
এছাড়া পাকিস্তান পশ্চিমাদের ঘাটি করার অনুমতি দেওয়াতে যুদ্ধে পাকিস্তানের ৭০ হাজারেরও বেশী মানুষ মারা গেছে।আর পাকিস্তান অর্থনৈতিক ভাবে একবারে পঙ্গু হয়ে গিয়েছে।
আর এখনো তাদের অর্থনৈতিক অবস্থা এখনো ঠীক করতে পারছে না।
ঐ যুদ্ধে পাকিস্তানের ১৮০+ বিলিয়ন ডলারের ও বেশী ক্ষতি হয়েছিলো।
মুজাহিদদের বিরুদ্ধে পাকিস্তান ২য় বার আর এ ভূল করবে না।
কারন নতুন করে আবার ভূল করলে তাদের অস্তিত্ব ই থাকবে না।
