বরগুনা জেলার আয়তন

বরগুনা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর-এর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। স্থানাঙ্ক: ২২°৯′৩″ উত্তর ৯০°৭′৩৫″ পূর্ব দেশঃ বাংলাদেশ-বরিশাল বিভাগ আয়তন • মোট১,৮৩১.৩১ বর্গকিমি (৭০৭.০৭ বর্গমাইল)জনসংখ্যা (২০১১)[১] • মোট৮,৯২,৭৮১ • জনঘনত্ব৪৯০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)সাক্ষরতার হার • মোট৫৭.৬%সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)প্রশাসনিক বিভাগের কোড১০ ০৪ বরগুনা দক্ষিণাঞ্চলের জেলা। এর দক্ষিণে পটুয়াখালী ও বঙ্গোপসাগর, উত্তরে ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী; পূর্বে পটুয়াখালী এবং পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম