বরগুনা জেলার উপজেলা ও ইউনিয়ন

উপজেলা গুলোর আয়তন ১। আমতলী ৩৮৬.৯৩ বর্গ কিঃমিঃ ।   আমতলী উপজেলায় পৌরসভা (১টি)ও ইউনিয়ন (৭টি): গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া, আমতলী এবং আড়পাঙ্গাশিয়া ২। তালতলী ৩৩৩.৮৩ বর্গ কিঃমিঃ   তালতলী উপজেলায়  ইউনিয়ন (৭টি):  পঁচা কোড়ালিয়া, ছোট বগি, কড়ইবাড়িয়া, শারিকখালী, বড় বগি, নিশানবাড়িয়া এবং সোনাকাটা ৩।পাথরঘাটা ৩৮৭.৩৬ বর্গ  কিঃমিঃ। পাথরঘাটা উপজেলায় পৌরসভা (১টি) ও ইউনিয়ন (৭টি):  রায়হানপুর, নাচনাপাড়া, চর দুয়ানী, পাথরঘাটা, কালমেঘা, কাকচিড়া এবং কাঁঠালতলী ৪। বরগুনা সদর ৪৫৪.৩৯ বর্গ কিঃমিঃ বরগুনা সদর উপজেলায় পৌরসভা (১টি) ও ইউনিয়ন (১০টি):  বদরখালী, গৌরিচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লা পাতাকাটা, বুড়িরচর, ঢলুয়া, বরগুনা, এম বালিয়াতলী এবং নলটোনা ৫।বামনা১০১.০৫ বর্গ কিঃমিঃ। বামনা উপজেলায় ইউনিয়ন (৪টি):  বুকাবুনিয়া, বামনা, রামনা এবং ডৌয়াতলা ৬।বেতাগী১৬৭.৭৫বর্গ কিঃমিঃ।বেতাগী উপজেলায় পৌরসভা (১টি)৷ ও ইউনিয়ন (৭টি):  বিবিচিনি, বেতাগী, হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ এবং সরিষামুড়ি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম