সিরিজের শেষ ম্যাচটা জিতল শ্রীলঙ্কা সহজ ম্যাচ কঠিন করে

 মোঃ তরিকুল ইসলাম জিসান, খেলাধুলা বিষয়ক প্রতিনিধি। 

      


সহজ ম্যাচ কঠিন করে জিতল শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৩ উইকেটে জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কা। আভিস্কা ফার্নান্ডো ও ভানুকা রাজাপাকসার ফিফটিতে সহজ জয়ের পথেই এগোচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু মাঝের ওভারে স্বাগতিকেরা উইকেট হারিয়ে ম্যাচ জমিয়ে তোলে। শেষ পর্যন্ত ২২৭ রানের লক্ষ্য ছুঁয়ে ৩ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা।

বৃষ্টিতে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে দুই স্পিনার আকিলা দনাঞ্জয়া ও প্রবীণ জয়াবিক্রমার তোপে ২২৫ রানেই অলআউট হয় প্রথ দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জেতা ভারত। ডাকওয়ার্থ–লুইসের আইনে শ্রীলঙ্কার লক্ষ্য বেড়ে দাঁড়ায় ২২৭ রান। ফার্নান্ডো ও রাজাপাকসার ব্যাটিংয়ে সহজ জয়ের পথেই এগোতে থাকে শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে মিনোদ ভানুকা ফিরলেও ফার্নান্ডো ও রাজাপাকসার ১০৯ রানের জুটি শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দেয়।

ফিফটি পেয়েছেন আভিস্কা ফার্নান্ডো (বাঁয়ে) ও ভানুকা রাজাপাকসা।
কিন্তু তৃতীয় ম্যাচের উইকেটে যে স্পিনাররা সাহায্য পাবে তা প্রথম ইনিংস থেকেই আঁচ করা যাচ্ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। ৫৬ বলে ৬৪ রান করে রাজাপাকসা আউট হলে দুয়ার খুলে যায় লঙ্কান ব্যাটিংয়ের। একের পর এক উইকেট পতনে সহজ জয়টাই কঠিন হয়ে ওঠে। লেগ স্পিনার রাহুল চাহার দ্রুত ৩ উইকেট নিয়ে বদলে দেন ম্যাচের চেহারা। বড ধাক্কাটা আসে ফার্নান্ডোর (৯৮ বলে ৭৬ রান) আউটে। জয় থেকে ১৪ রান দূরে থাকা অবস্থায় আউট হন তিনি। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়েন রমেশ মেন্ডিস ও আকিলা দনাঞ্জয়া।

ব্যাটিংটা ভালো হয়নি ভারতেরও। টসে জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই অধিনায়ক শিখর ধাওয়ানকে হারিয়ে ফেলে ভারত। দ্বিতীয় উইকেটে পৃথ্বী শ ও সঞ্জু স্যামসন যোগ করেন ৭৪ রান। তবে ৪৯ রান করে দাসুন শানাকার বলে শ এলবিডব্লু হওয়ার পরই ভেঙে পড়ে ভারতের মিডল অর্ডার। স্যামসন ফিরেছেন ৪৬ রান করে।

৩ উইকেট নিয়েছেন ভারতের অভিষিক্ত লেগ স্পিনার রাহুল চাহার।
পাঁচে নামা সূর্যকুমার যাদব ৩৭ বলে ৪০ রান করলেও এরপর আর কেউ ২০ রানও করতে পারেননি। ৩টি করে উইকেট নিয়েছেন দনাঞ্জয়া ও জয়াবিক্রমা, দুটি নিয়েছেন দুশমন্ত চামিরা। চামিকা করুণারত্নে ও শানাকা করেছেন কিপটে বোলিং, দুজন মিলে ১৪ ওভারে মাত্র ৫৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের দুঃখটা শেষ ম্যাচের জয় দিয়েও ভুলতে পারছে না শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ আভিস্কা ফার্নান্ডো ম্যাচ শেষে পুরস্কার নিতে এসে অনেকটা আক্ষেপ করেই বলছিলেন, 'আমরা দ্বিতীয় ম্যাচটা জিতলে সিরিজটাও জিততাম। তবে আজকের ব্যাটিংয়ে মি খুশি। ইংল্যান্ড সিরিজের পর নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছি। সেটার ফল এখন পাচ্ছি।'

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম