একটি ভিন্নধর্মী উদ্যোগ নিল “বামনা আলোকিত সমাজের” সংগঠন

নিজস্ব প্রতিবেদক।   


বরগুনার বামনা উপজেলায়  “বামনা আলোকিত সমাজের” উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ্য অসহায়দের জন্য ঈদ-২০২১ এর আয়োজন করা হয়েছে। দেশে বৈশ্যিক মহামারী করোনা ভাইরাসের কারনে উপজেলার অসহায় গরীব দুঃখী মানুষ যারা কুরবানি দিতে অক্ষম বা কুরবানি দিতে পারে না তারা যাতে আজকের এই ঈদের দিনে কেউ ছেলে মেয়ে নিয়ে অভুক্ত না থাকে। যারা
ছোট ছোট ছেলে মেয়ের মুখে আজকে এক টুকরা কুরবানির মাংস তুলে দিতে অক্ষম সেই সব অসহায় গরীব দুখীঃ মানুষের দাড়ে আজকে এই ঈদ আনন্দের কুরবানির মাংশ পৌছে দিবার  মহতী উদ্যেগ গ্রহন করেছেন বামনা আলোকিত সমাজ।আজ ২০২১সালের কোরবানি উপলক্ষে সগঠনটি ১টি গরু ও ৯টি খাশি কুরবানি করে প্রায় ২০০ প্যাকেট গোস্ত এবং প্রত্যেক প্যাকেটে ১কেজি করে গরু/খাশির গোস্ত প্রত্যেকের বাড়িতে গিয়ে পৌছে দেওয়া হয়। কুরবানি দিতে অক্ষম এমন ২০০ পরিবার খুজে খুজে বাড়িতে বাড়িতে গোস্ত পৌছে দেওয়ার কাজে সহায়তা করেন।সংগঠনটির সদস্য ও স্বেচ্ছাসেবকগন এবং প্রধান সমন্নয়কের কাজ করেন বামনা আলোকিত সমাজের প্রধান উপদেস্টা "আব্দুল জলিল আকন্দ"।
Abdullah Al Noman 
সভাপতি 
বামনা আলোকিত সমাজ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম