বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বর মো: টিটু দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে।

নিউজ ডেস্ক।   

 নিহত টিটু মিয়া  


   

বরগুনার বেতাগীতে এক ইউপি সদস্য খুন হয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছ।

উপজেলার ৭ নং সরিষামুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: রিয়াজুল ইসলাম টিটু সোমবার (১৯ জুলাই) দুপুরের দিকে উপজেলা সদর থেকে সরিষামুড়িতে তার নিজ বাড়িতে যাবার পথে তাকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ রির্পোট লেখা পর্যন্ত তার লাশ বরগুনা জেনারেল হাসাপাতলে রয়েছে।

জানা গেছে, রিয়াজুল ইসলাম টিটু সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ঐ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান কারাবন্দী ইউসুফ আলী শরীফের কর্মি ছিলেন।
বরগুনা পুলিশ সুপার মো: জাহাঙ্গীর মল্লিক জানান, এই হত্যাকান্ডের সাথে জড়িতদের তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম