বাবার ছেলে বাবার মতোই দ্বীনের খেদমত করে চলছেন

নিউজ ডেস্ক। 




 মরহুম ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের হাতে গড়া সেই বিখ্যাত আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে বিশাল আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজ সকাল ৬টা থেকে করোনাকালীন সংকটময় মুহুর্তে লকডাউনের কারণে ঘরবন্দী আলিম-উলামা ও সাধারণ হতদরিদ্র খেটে-খাওয়া মানুষদের মাঝে ২০ কেজি চাউল, নগদ ৫০০ টাকা বিতরণ করেন আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ উসামা খোন্দকার ও সেক্রেটারী জেনারেল আব্দুর রহমান। বিতরণ চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত। সহযোগিতা গ্রহণ করা হবে ১৯ তারিখ পর্যন্ত। প্যাকেজ মাথাপিছু প্রতি চাউল ২০ কেজি মূল্য= ১০০০ টাকা। মাথাপিছু প্রতি নগদ = ৫০০ টাকা। মোট= ১৫০০ টাকা। Assunnah Trust 20501750201900314 (Regular) Islami Bank Bangladesh Limited Jhenaidah Branch, Bangladesh বিকাশ নাম্বার 01718-136962 (পার্সনাল) রকেট নাম্বার 01718-1369625 নগদ নাম্বার 01718-136962 সার্বিক যোগাযোগ- 01762629400

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম