রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব অভিযানে ইয়াবা ও বিয়ার সহ আটক-১জন


মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার 

কক্সবাজার জেলার  উখিয়া উপজেলার  বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র‍্যাব-১৫ অভিযানে ৩৩ হাজার পিস ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ারসহ ০১ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক  করেছে।

গত শনিবার  বিকালের দিকে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়। 

 সৈয়দুল আমিন (১৬) আটক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের জহির আহাম্মদের পুত্র। 

এসময় কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বরগুনা নিউজ টিভি অনলাইন কে  বলেন, কতিপয় মাদক ব্যবসায়ীর   গোপন সংবাদের ভিত্তিতে  উখিয়ার বালুখালী ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের  শরণার্থী জহির আহম্মদের বাড়ির সামনে ইয়াবা ট্যাবলেট ও বিয়ার দেশের বিভিন্ন জায়গায় পাচারের  জন্য অবস্থান করছে এসময় র‍্যাব জানায় গোপন  সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকষ দল ঐ স্থানে পৌছলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে ১ জনকে আটক করতে সক্ষম হলে ও অপর ০২ জন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

অভিযান চলাকালীন সময়ে  উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত রোহিঙ্গাকে সাথে নিয়ে তার বসবাসরত ঘর তল্লাশী করে সর্বমোট ৩৩ হাজার পিস ইয়াবা ও ৬৮ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

আটক রোহিঙ্গাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে আর পলাতক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম