নিজস্ব প্রতিবেদক, জাতীয় ডেস্ক
ডিসেম্বরের মধ্যে প্রায় দশ কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিষেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটালে (এনআইএমএইচ) এক অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের বলেন কোভিড -১৯ ভ্যাকসিনের প্রায় ২০ কোটি ডোজ ততক্ষণে পৌঁছে যাবে এবং আমরা এর মাধ্যমে দশ কোটি মানুষকে টিকা দিতে সক্ষম হব।
তবে লক্ষ্যটি কীভাবে পূরণ হবে সে বিষয়ে তিনি বিস্তারিত বলেননি।
স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, সরকারের কাছে কোভিড -১৯ভ্যাকসিনের প্রায় ১.৫ কোটি ডোজের মজুদ রয়েছে, যার মধ্যে আজ সকালে আসা ৫৪ লক্ষ ডোজ রয়েছে।
