নিজস্ব প্রতিবেদক, জাতীয় ডেস্ক
সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে মারধরের অভিযোগে আজ চারজন আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে।স্মৃতিসৌধের দায়িত্বে থাকা আনসার সদস্যদের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় নুর হোসেন (২২) নামে ওই ছাত্রকে গতকাল লাঞ্ছিত করা হয়েছে।
বরখাস্তকৃত আনসার সদস্যরা হলেন ওমর ফারুক, সরোয়ার, নজরুল এবং রোমজান।আনসার ও ভিডিপি কার্যালয়ের ঢাকা জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন বলেন,অভিযুক্ত আনসার সদস্যদের ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হয়েছে। তাদের কালো তালিকাভুক্তও করা হয়েছে, যার অর্থ ভবিষ্যতে তারা অন্য কোথাও কাজ করতে পারবে না।তিনি আরো বলেন,আমরা আহত ছাত্রের চিকিৎসা ব্যয় বহন করবো।
জাবির ভারপ্রাপ্ত প্রক্টর এস এম ফিরোজ-উল হাসান বলেন, "গতকালের দুর্ভাগ্যজনক ঘটনার পর আমরা পুলিশ ও স্মৃতি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।
হামলার প্রতিবাদে আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সকাল সাড়ে ১১ টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন শুরু হয়। প্রায় আধা ঘণ্টা পর আশুলিয়া পুলিশ ও প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে যায়।
নুর হোসেন বলেন, গতকাল বিকেলে আমি আমার দুই ভাগ্নিদের সাথে স্মৃতিসৌধ পরিদর্শন করেছি। অনেক লোককে অর্থের বিনিময়ে আনসার সদস্যরা অবৈধভাবে স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছিল। আমি তাদের কর্মের প্রতিবাদ করার পর, তারা আমাকে একটি কক্ষে নিয়ে গিয়েছিল আমি বন্দী ছিলাম। পরে ৭-৮ জন আনসার সদস্য আমাকে লাঠি দিয়ে আঘাত করে
