বরগুনা জেলার বেতাগীতে চলাচলের পুল তো নয় যেন মরণফাঁদ


মোঃ তরিকুল ইসলাম জিসান, স্টাফ রিপোর্টার 

বরগুনা জেলার বেতাগী উপজেলার দক্ষিণ বুড়ামজুমদার গ্রামের দক্ষিণ বুড়ামজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের খালটিতে  দীর্ঘ ১৫ বছর ধরে দেখা যাচ্ছে পোলটি। 

কিন্তু আজও   এখানের মানুষদের কাঠের তক্তা,বাশ তালগাছ দিয়ে পার হতে হচ্ছে বর্তমানে অবস্থা মরণফাঁদে পরিনত হয়েছে।  মটর সাইকেল অনেক ঝুঁকি নিয়ে চলাচল করলেও অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারছেনা। 

পুলটি বরগুনা ২ আসনে এমপি জনাব শওকত হাসানুর রহমান রিমন ২০১৬ সালের উপনির্বাচনের আগে এই পোলটি নিজ চোখে দেখে গিয়েছেন এবং তিনি পোলটি পায়ে হেটে পার হয়েছিলেন এবং তিনি বলেছিলেন নির্বাচিত হলে এখানে ব্রিজের ব্যবস্থা করবেন।

 কিন্তু আজও   এখানের মানুষদের কাঠের তক্তা,বাশ তালগাছ দিয়ে পার হতে হচ্ছে। এলাকার মানুষ বলছে বার বার আমরা শুনছি ব্রিজ হবে কিন্তু আমরা সচোখে দেখছিনা। কোথাও রাস্তা নেই শুধু ব্রিজ আবার কোথাও রাস্তা আছে ব্রিজ নেই দুটোই ভোগান্তির কারন। তাই আমরা কতৃপক্ষকে অনুরোধ করবো এখানে দ্রুত একটা ব্রিজের ব্যবস্থা করা হোক।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম