মোঃ তরিকুল ইসলাম জিসান,স্টাফ রিপোর্টার
জন্মের পর থেকে ভাত না খেয়েই দিব্যি জীবন যাপন করছেন মোঃ আকাশ মিয়া নামে এক যুবক। আকাশের বয়স ২৩ বছর। কিশোরগঞ্জ জেলার শিবালয় মডেল ইউনিয়নের নতুনপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা রেনু বেগমের একমাত্র ছেলে। আকাশ এসএসসি পাশ করার পর আরিচা ঘাটে একটি খেলাধুলার সামগ্রীর দোকানে চাকরি করছেন। পাশাপাশি শিবালয় ব্লাড ব্যাংকে সেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একজন ভক্ত। তিনি সোশ্যাল মিডিয়ায় সাকিবিয়ান হিসেবে পরিচিত।
প্রতিবেশী মিনা ইসলাম বলেন, 'আকাশ ছোট থেকে আমার জানামতে কখনো ভাত-মাছ,খিচুড়ি - পোলাও খায়নি। আমরা তার অস্বাভাবিক খাদ্যতালিকা দেখে অবাক হই। এ ধরনের ঘটনা আসলেই বিরল।
আকাশের মা রেনু বেগম বলেন, 'আমার একটিমাত্র ছেলে। যার ব্যতিক্রম খাওয়ার চাহিদা পূরনে ভীষণ কষ্ট দেয়। ভাত না খাওয়ায় তার জন্য আলাদা খাবারের ব্যবস্থা রাখতে হয়। আমি ও আমার মা অনেক চেষ্টা করেছি তাকে ভাত-মাছ, মাংস খাওয়াতে। কিন্তু পারিনি। আকাশকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়েছি অনেকবার, তাতেও কোন লাভ হয়নি। এ অবস্থায় ও যা পছন্দ করে তাই খাওয়াতে হয়। তবে ও পরিপূর্ণ সুস্থ।
ভাত না খাওয়ার বিষয়ে আকাশ বলেন, 'জন্মের পর থেকে আমি ভাত খাইনি। কলা-রুটি, ডিম আমার প্রিয় খাদ্য। ভাত-মাছ, মাংস, দুধ আমার কাছে কী যেন মনে হয়। এসব না খেয়ে আমি তো ভালোই আছি। বাকি জীবন এভাবেই কাটাতে চাই।
