মোঃ আল আমিন মল্লিক,স্টাফ রিপোর্টার
বরগুনা জেলায় বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া বাজার সংলগ্ন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ‘ক্ষুদ্র পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের’ কাউনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: ভেড়িবাঁধের অধিগ্রহনকৃত বেদেখলকৃত জমি সরেজমিনে পরিদর্শন করছেন বেতাগী উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার।
Ads
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সারে ১২ টায় এসময় উপস্থিত ছিলেন বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর, বরগুনা জেলা পাবলিক পলিসি ফোরামের আহবায়ক হাসানুর রহমান ঝন্টু, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, কাউনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো: জাহিদুল হাসান, সাধারন সম্পাদক সরোয়ার মোর্শেদ মাহিন সহ অন্যান্যরা।
Ads
এ সময় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কর্মকর্তারা উপজেলা প্রকৌশলীর নিকট তাদের প্রতিষ্ঠানের বেহাতকৃত কাউনিয়া মৌজার জে.এল-৪৫, হালখতিয়ানের-১৪৬৫ নং দাগভ’ক্ত জমি যতদ্রুত সম্ভব উদ্ধারে জোড় দাবি করেন।
উল্রেখ্য< অধিগ্রহনকৃত জমি স্থানীয় কতিপয় প্রভাবশালী দখল করে নেওয়ায় তা উদ্ধারের জন্য ১৭জুন‘২০২১ বরগুনা জেলা প্রশাসকের নিকট কাউনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সহ-সভাপতি মো: খলিল একটি লিখিত অভিযোগ করে।
