নিজস্ব প্রতিবেদক, জাতীয় ডেস্ক
শুক্রবার রাত ১০ টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
গতকাল রাত সাড়ে ৮ টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকানে বাঁধনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাঁধন পেশায় একজন রংমিস্ত্রি । ঢাকায় তিনি থাকতেন তেজকুনি পাড়ায়। তার বাড়ি কিশোরগঞ্জে। বাঁধনের বাবার নাম আসাদ চৌধুরী।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, বাঁধন নামের ওই যুবককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
