বরগুনা সদর উপজেলার একমাত্র পুকুরের ঘাটটির বেহাল দশা দেখার মতো যেন নেই কেউ


মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার 
যেখান থেকে কোটি কোটি টাকা লুটপাট হয় সেখানে এমন দৃশ্য কিভাবে নিবেন আপনি একটু ভেবে দেখুন! দুঃখ লাগে যে এই ঘাট থেকে প্রতিদিন কয়েকশো মুসল্লী অযু করে নামাজ আদায় করেন এমনকি গোসলও করেন। 

গতকাল  মাগরিবের নামাজ পড়তে গিয়ে এমন দৃশ্য দেখে অবাক হলাম । এখানে অযু করতে বৃদ্ধদের খু্ই কষ্ট হয়। যে কোন সময় পড়ে গিয়ে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এছাড়া মসজিদের সামনেই একটি টিউবওয়েল দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে আছে। যেখান থেকে উপজেলা আশেপাশে পরিবারগুলো খাবার পানি সরবরাহ করতে। আজ সেই টিউবওয়েলটিরও কোন অস্তিত্ব নেই।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম