নিজস্ব প্রতিবেদক, আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর হেরাত, লস্কর গাহ ও কান্দাহার ঘিরে ফেলেছে তালেবান। এমনকি এই তিনটি শহরের কিছু অংশে তালেবান যোদ্ধারা প্রবেশ করেছে বলে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
কান্দাহারের আইন প্রণেতা গুল আহমেদ করিম বিবিসিকে জানিয়েছেন, যেকোনো মুহূর্তে শহরটির পতন ঘটতে পারে।
এদিকে হেরাতেও তীব্র লড়াই চলছে বলে স্থানীয় তোলো নিউজের প্রতিবেদক জানিয়েছেন। তালেবান অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহরের দক্ষিণ অংশে প্রবেশ করেছে বলে জানিয়েছে তিনি। শহরটির অন্তত পাঁচটি পৃথক স্থানে সংঘাতের খবর পাওয়া গেছে।
অন্যদিকে, তালেবান যোদ্ধারা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের রাজধানী লস্কর গাহের কেন্দ্র থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থান করছে বলে বিবিসি জানিয়েছে। সেখানে মার্কিনপন্থী সরকারী বাহিনীর সাথে তালেবানের রাতব্যাপী লড়াই চলেছে বলে জানা গেছে। শহরের নিয়ন্ত্রণ অবশ্য এখনো সরকারি বাহিনীর হাতেই রয়েছে।
তীব্র লড়াইয়ে তালেবোরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এক আফগান কমান্ডার দাবি করেছে।
সরকারি বাহিনীর সাথে লড়াই শুরুর আগে শুক্রবার তালেবার গর্ভনরের কার্যালয় প্রায় দখল করে নিচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
