ইসরায়েল লেবানন সীমান্তে ভারি ট্যাংক নিয়ে হাজির ইসরায়েলের সেনারা

আন্তর্জাতিক ডেস্ক 
ইসরায়েল ও হিজবুল্লাহ্ এর মাঝে চলা কিছু দিনের সংঘাত এবার যুদ্ধের দ্বারপ্রান্তে। ইসরায়েল এর ডিফেন্স ফোর্স জানিয়েছে," তারা ভারি ট্যাংক ও যুদ্ধ সরজ্ঞাম নিয়ে। লেবাননের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। হিজবুল্লাহ্ কে যে-কোনো উপায়ে শায়েস্তা করার প্রতিজ্ঞা । 

এদিকে ইসরায়েল এর আগ্রাসন রুখে দেওয়ার জন্য প্রস্তুত হিজবুল্লাহ্। হিজবুল্লাহ্ জানিয়েছে," ইসরায়েল এর সকল আগ্রাসন রুখে দিতে প্রস্তুত হিজবুল্লাহ্ সেনারা। ইসরায়েল কে আগের থেকে বেশি মূল্য দিতে হবে।ইসরায়েলের ছুঁড়া বুলেটের বিপরীতে বুলেট ছুড়া হবে।  আমাদের সেনারা এখন আগের থেকেও বেশি কয়েকগুণ শক্তিশালী।"

এদিকে ইসরায়েল লেবানন সীমান্ত ও ইসরায়েল ফিলিস্তিন সীমান্তে হাজার হাজার সাধারণ মানুষ হিজবুল্লাহ্ ইরান ও ফিলিস্তিনের পতাকা নিয়ে বিজয়  উল্লাস করতেছে। তাদের মূল লক্ষ্য মূলত ইসরায়েলি সেনাদের উত্তপ্ত করা। 

সূত্র রয়টার্স।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম