বিষ খালী নদীর ভাঙ্গনের কবলে কালিকাবাড়ি লঞ্চ ঘাট

 মোঃ তরিকুল ইসলাম জিসান, স্টাফ রিপোর্টার
 বেতাগী উপজেলার সর্ব দক্ষিনে ৫,৬ ও ৭নং ইউনিয়ন গুলোর পাশ দিয়ে বয়ে চলা বিষ খালী নদী আজ থেকে আনুমানিক ৩০বছরের বেশি সময় ধরে  ভাঙ্গন শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে আর বিশাল বিশাল ভাঙ্গনে নির্শেষ হয়ে গেছে অনেক ঘর বাড়ি ও জায়গা জমি।

নদীর তীরে রয়েছে কালিকা বাড়ি লঞ্চ ঘাট, কালিকা বাড়ি বাজার রয়েছে কালিকা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিকা বাড়ি বাজার জামে মসজিদ ও মন্দির। 

আমাদের রিপোর্ট করা কালিন সময় কথা হয় স্থানীয় ৭নং সরিষামুড়ি ইউনিয়ন এর বাশিন্দা মোঃ আবুল কালাম সিকদার (৭০) ও মোঃ জাফর সিকদার  (৩৫)সাথে  তারা জানান তাদের শিশু কাল থেকে এই নদীর  ভাঙ্গন দেখে আসছেন।


 আরও তথ্য দিয়ে জানান অনেকের বিঘায়  বিঘায় জমিন  এই নদী ভাঙ্গার কবলে পরেছে এছাড়াও বিষ খালী  নদীর তীরে রয়েছে ৬নং কাজিরাবাদ ইউনিয়ন, ৭নং সরিষামুড়ি ইউনিয়ন ও ৫নং বুড়ামজুমদার ইউনিয়ন এর অনেকগুলো  ওয়াবদা(নদী রক্ষাবাদ)। যা ভেঙ্গে যাবার পর  আবার নতুন ওয়াবদা দেয়ার পরও এখন  নতুন ওয়াবদার (নদী রক্ষাবাদ) কাছাকাছি ভাঙ্গন চলে এসেছে কিছু দিন পূর্বে ঘোষণা হয়েছিল নদী ভাঙ্গন ঠেকাতে নদী তীরে বালির বস্তা ও সিমেন্ট দিয়ে তৈরি ব্লক দেয়া হবে কিন্তু পরবর্তীতে তা আর দেয়া হয়নি। 

 স্থানীয় ইউনিয়ন গুলোর বাশিন্দারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন এরকম যদি ভাঙ্গতে থাকে তাহলে নদী পারের মানুষ গুলোর বসতবাড়ি উচ্ছেদ হয়ে যাবে তাই অতিদ্রুত ব্যাবস্থা গ্রহণ করে আমাদেরকে উপকার করবেন বলে আশা রাখেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম