মোঃ তরিকুল ইসলাম জিসান, স্টাফ রিপোর্টার 
অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন এক রেকর্ডে নিজেকে আরও উঁচুতে নিয়ে গেলেন সাকিব আল হাসান। আজ (সোমবার) পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ২ উইকেট তুলে নিতেই অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। ক্রিকেট ইতিহাসে যা নেই আর কারও। কুড়ি ওভারের ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার  কৃতিত্ব দেখান এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে এমন কীর্তি থেকে ৫ উইকেট দূরে ছিলেন সাকিব। প্রথম তিন ম্যাচে একটি করে উইকেট নিলেও চতুর্থ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। তবে সোমবার আর অপেক্ষায় রাখলেন না, ২ উইকেট তুলে নিতেই রেকর্ড বুকে নিজের নাম তুলে ফেললেন সাকিব। অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড ও অ্যাশটন টার্নারকে তুলে নিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের এই সংস্করণে ১ হাজার রান ও ১০০ উইকেট পাওয়ার অনন্য কীর্তি গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
