একটি ব্যতিক্রমী উদ্যোগ নিল লক্ষীপুরা যুব সমাজ সংঘ


মোঃ তরিকুল ইসলাম জিসান, স্টাফ রিপোর্টার,
বরগুনা জেলার বামনা উপজেলার লক্ষীপুরা যুব সমাজ সংঘ একটি ব্যতিক্রমী উদ্যোগ নিল।  তারা এলাকার বিভিন্ন স্থানের গাছে, দেয়ালে " সুবহানাল্লাহ,  আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সাঃ),  আল্লাহু আকবর,  আস্তাগফিরুল্লাহ" দোয়া লাগিয়ে দেয়। এই দোয়াগুলো ১ বার পড়লে অনেক সওয়ার হয়। তারই দ্বারা বাহিকতায় এই দোয়া গুলো লাগানো উদ্যোগ নেয়।  

 লক্ষীপুরা যুব সমাজ সংঘ এর পক্ষ থেকে  এলাকার বিভিন্ন স্থানে  প্রায় ৩০০ পিস দোয়া গুলো লাগিয়েছে এবং এলাকার সর্বস্তরের মানুষ তাদেরকে দোয়া গুলো লাগানোর ধন্যবাদ জানিয়েছে, কারণ এই দোয়া পাঠের লিফলেট গুলো দেখে, একবার হলেও পড়বে উচ্চারণ করবে তার অনেক সওয়ার হবে।

দোয়া গুলো লাগানোর জন্য সহযোগিতা করেন সংগঠনটির সদস্য ও সেচ্ছাসেবক গন।

 মোঃ ফোরকান সিকদার,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
লক্ষীপুরা যুব সমাজ সংঘ , বামনা- বরগুনা,

মোঃ অলিউল ইসলাম নাহিদ
সভাপতি, লক্ষ্মীপুরা যুব সমাজ সংঘ ,

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম