বরগুনা ফায়ার সার্ভিসের গাফলতির কারনের দিনমজুরের মৃত্যু

 মোঃ তরিকুল ইসলাম জিসান, স্টাফ রিপোর্টার 
বরগুনায় নারিকেল গাছে নারিকেল পারতে উঠে গাছেই অসুস্থ হয়ে পরেন।বরগুনা সদর উপজেলার  ৩নং ফুলঝুড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গিলাতলি গ্রামের(ইউনুস৫০)নামের এক ব্যাক্তি তিনি পেশায়  একজন দিনমজুর ৪ আগষ্ট আনুমানিক বিকাল ৩টার দিকে তিনি নারিকেল গাছে উঠেন নারিকেল পারতে পরে,নারিকেল গাছেই তিনি অসুস্থ হয়ে পরেন  এলাকার স্থানীয় লোকজন বিকাল ৪ টার দিকে দেখতে পেলে তারা  তৎক্ষণাৎ ৯৯৯ যোগাযোগ করেন,দ্রুত ফায়ার সার্ভিসের লোক আসেন তারা নামানোর প্রচেষ্টা চালায়  এবং তাকে নারিকেল গাছ থেকে নামোনোর সময় পড়ে গিয়ে মৃত্যু বরন করেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) দিনমজুর ইউনুসের মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকার কেহই, তারা ফায়ার সার্ভিসের লোকদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা করেন তাতে ফায়ার সার্ভিসের টিম লিডার রহুল আমিন সহ ৬জন ফায়ার কর্মীরা গুরুত্বর  আহত হয়েছেন, এলাকার স্থানীয়রা জানান ফায়ার সার্ভিসের লোকদের গাফলতির জন্যই দিনমজুর ইউনুসের মৃত্যু বরন করেছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা যদি একটু সচেতন হইতেন, তাহলে লোকটি বেঁচে যেতো তাদের ভুলের কারনেই ঝড়ে গেলো একটি প্রান,খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ এসে সন্ধায় দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,পরে পুলিশ সুপার মোঃজাহাঙ্গীর কবির মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন,গুরুতর আহত ফায়ার সার্ভিসের লিডার কে বরিশাল শে-রেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম