মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার 
বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়ন এর স্বেচ্ছাসেবী মূলক সংগঠন তারুণ্যের বুড়ামজুমদার এক বছরের জন্য কমিটি ঘোষণা করেছ।  
সভাপতি মো: আব্দুল্লাহ্ আল মামুন এবং সম্পাদক এই এম মাসুম কে করা হয় এবং ৬১ বিশিষ্ট কমিটি নিয়ে এই কমিটি করা হয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়েছে আজ জানা গেছে  রাজনৈতিক মুক্ত একটি সংগঠ এ সংগঠনের মূল উদ্দেশ্য মানব সেবা।
এ সংগঠনটিতে ১০ জন উপদেষ্টা মন্ডলী রয়েছে তাদের মাধ্যমে এই সংগঠনটি একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এটি একটি অনলাইন বেপি সামাজিক স্বেচ্ছাসেবী মূলক সংগঠন এদের মূল উদ্দেশ্য হলো মানব সেবা করে এগিয়ে যাওয়া মানুষকে সেবা দেওয়া তাদের একমাত্র লক্ষ তারা একাধিক গরীব অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে আর্থিক নগদ অর্থ দান করেছেন। 
তাদের উদ্দেশ্যে অসহায় মানুষের পাশে দাড়ানো,শিক্ষা,সামাজিক, বিনোদন, ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়ন /সেবা মুলক কাজে এগিয়ে আসা। এর-ই ধারাবাহিকতায় ২০-২১ সালের কর্মসূচিতে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে এই সংগঠন টি। 
সংগঠনটির মূল উদ্দেশ্য হলো
১/অসহায় মানুষদের সহায়তা 
২/চিকিৎসা সেবা/সহায়তা 
৩/খেলাধুলা/বিনোদন মূলক কার্যক্রম 
৪/সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা 
৫/সামাজিক জনসচেতনতা মূলক কার্যক্রম 
৬/অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান।
৭/মাদক মুক্ত সমাজের লক্ষে জনসচেতনতা।
৮/বাল্যবিবাহ রোধে সচেতনতা
৯/অসহায় প্রতিবন্ধীদের সহায়তা।
১০/মেরামত উপযোগী রাস্তা ঘাট,জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা
১১/ফ্রী মেডিকেল ক্যাম্পিং ও ফ্রী ঔষধ সরবরাহ 
১২/ভিক্ষুক মুক্ত ইউনিয়ন গড়া
১৩/ অসহায়, অসচ্ছল মানুষের কর্মসংস্থান এর ব্যাবস্থার চেষ্টা করা। 
১৪/ ইউনিয়নের যে কোন অপরাধ দমনে প্রশাসনকে সহায়তা করা।
তারুণ্যের বুড়ামজুমদার সংগঠনের কার্যক্রমে সংগঠনটিকে অভিনন্দন ধন্যবাদ জানিয়েছেন সর্বস্তরের সুশীল মানুষ।অল্প সময়ের মধ্যেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে সংগঠনটি।
তারুণ্যের বুড়ামজুমদার সংগঠনের পরিচালক পরিষদ এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছে এলাকার বিত্তবান ও দানশীলদের সহযোগিতা পেলে আরো অনেক সেবামূলক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব।
তারি ধারা বাহিকতায় একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোশনা করা হয়।
