এক তালাক দেয়ার পর বিবাহ বিষয়ক ফতোয়া-মুফতি শাহেদ আমীন



প্রশ্ন:
এক তালাক দেওয়ার পরে, যদি আর কোন তালাক না দেয়, এভাবে যদি ২-৩ বছর অতিবাহিত হয়ে যায়।
এখন স্বামী তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে গ্রহণ করতে চায়  তাহলে হিল্লা বিয়ে দেওয়া লাগবে কি?
এক্ষেত্রে শরীয়তের বিধান বিস্তারিত জানতে চাই।

উত্তর:
الجواب باسم ملهم الصواب
এসব ক্ষেত্রে উল্লেখিত এক তালাককে সাধারণত এক তালাককে রজয়ী তালাক ধরা হয়।
আর শরীয়তে  এক তালাকে রজয়ীর বিধান হলো তালাকপ্রাপ্তা স্ত্রীর ইদ্দতের সময়কাল তথা গর্ভবতী হলে সন্তান জন্মদান ও গর্ভবতী না হলে তিন হায়েজ/পিরিয়ড অতিবাহিত হওয়ার পূর্বে ফিরিয়ে নেয়ার অবকাশ দিয়েছে। 
এবং ইদ্দতের সময়কাল শেষ হয়ে যাওয়ার পর  উক্ত তালাকটি বায়েন তালাক হয়ে যায়। তখন নতুন করে বিবাহ করা ব্যতীত স্ত্রীকে ফিরিয়ে নেয়া যায় না।

সে হিসেবে প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু ইদ্দতের সময়কাল অতিবাহিত হয়ে গেছে তাই উক্ত তালাকটি বায়েন তালাকে পরিবর্তিত হয়ে গেছে সুতরাং এহেন সুরতে কোন প্রকার হিল্লা করা ব্যতীতই নতুন করে মোহর ধার্য্য করতঃ পুনরায় বিবাহ করে নিলেই স্ত্রীকে গ্রহণ করা যায়।

◾প্রামাণ্য গ্রন্থসমূহ

☞আল মাউসূ'আতুল ফিকহিয়্যা (১)
☞আল মাবসূত লিস সারাখসী (২)
☞বাদাইয়ুস সনাঈ (৩)
☞তাবঈনুল হাকাইক (৪)
☞আল হিদায়াহ (৫)

◾টীকা

(১)
ﻓﺈﺫا ﻃﻠﻖ اﻟﺰﻭﺝ ﺯﻭﺟﺘﻪ ﺭﺟﻌﻴﺎ ﺣﻞ ﻟﻪ اﻟﻌﻮﺩ ﺇﻟﻴﻬﺎ ﻓﻲ اﻟﻌﺪﺓ ﺑﺎﻟﺮﺟﻌﺔ، ﺩﻭﻥ ﻋﻘﺪ ﺟﺪﻳﺪ، ﻓﺈﺫا ﻣﻀﺖ اﻟﻌﺪﺓ ﻋﺎﺩ ﺇﻟﻴﻬﺎ ﺑﻌﻘﺪ ﺟﺪﻳﺪ ﻓﻘﻂ
ﻓﺈﺫا ﻃﻠﻖ ﺯﻭﺟﺘﻪ ﻃﻠﻘﺔ ﺑﺎﺋﻨﺔ ﻭاﺣﺪﺓ ﺃﻭ اﺛﻨﺘﻴﻦ ﺟﺎﺯ ﻟﻪ اﻟﻌﻮﺩ ﺇﻟﻴﻬﺎ ﻓﻲ اﻟﻌﺪﺓ ﻭﺑﻌﺪﻫﺎ، ﻭﻟﻜﻦ ﻟﻴﺲ ﺑﺎﻟﺮﺟﻌﺔ، ﻭﺇﻧﻤﺎ ﺑﻌﻘﺪ ﺟﺪﻳﺪ
[ আল মাওসূ'আতুল ফিকহিয়্যা ২৯/২৯ ]

(২)
ﻓﺈﺫا اﻧﻘﻀﺖ اﻟﻌﺪﺓ ﻗﺒﻞ اﻟﺮﺟﻌﺔ ﻓﻘﺪ ﺑﻄﻞ ﺣﻖ اﻟﺮﺟﻌﺔ ﻭﺑﺎﻧﺖ اﻟﻤﺮﺃﺓ ﻣﻨﻪ
[ আল মাবসূত লিস সারাখসী ৬/১৯ ]

(৩)
 ﻭاﻹﺑﺎﻧﺔ ﺗﻮﺟﺐ ﺣﺮﻣﺔ ﻻ ﺗﺮﺗﻔﻊ ﺇﻻ ﺑﻧﻜﺎﺡ ﺟﺪﻳﺪ
[বাদাঈয়ুস সনাঈ ৩/১৩৬]

(৪)
ﻓﻔﻲ اﻟﺤﺮﺓ ﻓﻴﻤﺎ ﺩﻭﻥ اﻟﺜﻼﺙ اﻟﺘﺪاﺭﻙ ﻧﻜﺎﺡ ﺟﺪﻳﺪ ﻭﻓﻲ اﻟﺜﻼﺙ ﺑﺈﺻﺎﺑﺔ ﺯﻭﺝ ﺁﺧﺮ ﺑﻌﺪ ﻧﻜﺎﺡﻫ، 
[তাবইনুল হাক্বাইক ২/২৫৭]

(৫)
ﻭﺇﺫا ﻛﺎﻥ اﻟﻄﻼﻕ ﺑﺎﺋﻨﺎ ﺩﻭﻥ اﻟﺜﻼﺙ، ﻓﻠﻪ ﺃﻥ ﻳﺘﺰﻭﺟﻬﺎ ﻓﻲ اﻟﻌﺪﺓ ﻭﺑﻌﺪ اﻧﻘﻀﺎﺋﻬﺎ؛ ﻷﻥ ﺣﻞ اﻟﻤﺤﻠﻴﺔ ﺑﺎﻕ؛ ﻷﻥ ﺯﻭاﻟﻪ ﻣﺘﻌﻠﻖ ﺑﺎﻟﻄﻠﻘﺔ اﻟﺜﺎﻟﺜﺔ، ﻓﻴﻨﻌﺪﻡ ﻗﺒﻠﻬﺎ، ﻭﻣﻨﻊ اﻟﻐﻴﺮ ﻓﻲ اﻟﻌﺪﺓ ﻻﺷﺘﺒﺎﻩ اﻟﻨﺴﺐ ﻭﻻ اﺷﺘﺒﺎﻩ ﻓﻲ ﺇﻃﻼﻗﻪ.
[আল হিদায়াহ ৫/৪৭৪]

الله أعلم بالصواب و هو ولي الرشاد.
উত্তর প্রদানে:
মুফতী শাহেদ আমীন। 
জামি'আ ইসলামিয়া দারুল ফালাহ ঢাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম