বরগুনা জেলার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়ন এর মুষ্টি ময় কিছু যুবক তরুণদের একটি দল মানবতার সেবা করার জন্য গড়ে তুলেছে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন। যা এই ইউনিয়ন এর কিছু সরকারি চাকরিজীবি, বেসরকারি চাকরিজীবি,ব্যবসায়ী, প্রবাসী ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যাদের অক্লান্ত পরিশ্রমে অনেক দুস্থ মানুষের পাশে তারা দাঁড়িয়ে তা প্রমান  করলো যে [দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ] আর এই সংগঠন একটি হলো (তারুণ্যের বুড়ামজুমদার) অপরটি হলো (বুড়ামজুমদার ব্লাড ফাউন্ডেশন) উভয় সংগঠন এর রয়েছে ফেইসবুক গ্রুপ ও পেজ যার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রাখতে সুবিধা হয় এবং ডোনেশন কালেকশন করে অনেক মসজিদ, মাদ্রাসা, এতিম ও অসহায় মানুষ এর পাশে দাড়িছে তারুণ্যের বুড়ামজুমদার আর রক্ত দিয়ে অনেক মানুষকে সাহায্যের হাত বাড়িছে বুড়ামজুমদার ব্লাড ফাউন্ডেশন। আমরা ও তাদের জন্য দোয়া করি 
Tags
স্থানীয় সংবাদ

