কলরবের জনপ্রিয় সংগীত শিল্পী মাহফুজ আলম আর দুনিয়াতে নেই।

 নিউজ ডেস্ক। 

কলরব শিল্পী মরহুম মাফুজ আলম    

  



কলরবের অন্যতম সদস্য, হলিটিউনের কম্পোজার, ইসলামী সঙ্গীতের জনপ্রিয় শিল্পী, 

প্রিয় মাহফুজুল আলম আজ ভোরে ইন্তেকাল করেছেন।


সূত্রমতে প্রচণ্ড জ্বর ছিলো। নিজ বাড়ি থেকে নরসিংদীর একটি হাসপাতালে নেওয়া হলে ইন্তেকাল করেন তিনি। 


আপাতত এটুকুই জেনেছি। 


আল্লাহ আপনি মাহফুজকে ক্ষমা করে দিন। জান্নাতের উঁচু মাকাম দান করুন।


এই সংবাদ খুবই কষ্টের। বেদনার। ঈদের আগের দিন কারো চলে যাওয়া কষ্টের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।


গতবছর তার বাবার ইন্তেকাল। এই বছর মাহফুজ নিজেই...


হে আল্লাহ আপনি পরিবারের সবাইকে সবরে জামিলের তাওফিক দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম