মোঃ তরিকুল ইসলাম জিসান,খেলাধুলা প্রতিনিধি      জিম্বাবুয়ের বিপক্ষে গতকালই ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বার পাঁচ উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।  আজ শনিবার (১৭ জুলাই) দুপুরে সাকিব পত্নী শিশিরের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ছবিটি পোস্ট করা হয়। ভক্তদের জন্য আরও একটা উপহার দিলেন সাকিবের জীবনসঙ্গী উম্মে আহমেদ শিশির। তাদের তৃতীয় সন্তান আইজাহ আল হাসানের ছবি প্রথমবারের মতো দেখা গেল সোশ্যাল সাইটে।  যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাদের কোলজুড়ে ২০১৫ সালের ৮ নভেম্বর আসে মেয়ে আলাইনা হাসান অব্রি। এর পাঁচ বছর পর দ্বিতীয় কন্যা সন্তানের ইরাম হাসানের বাবা হন সাকিব। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এবার পুত্র সন্তানের বাবা হলেন। 
Tags
খেলাধুলা
