মাহফুজুল আলম এর জন্য দোয়ার আয়োজন করলো জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব।

আবুল কাসেম আহমেদ , সম্পাদক 

   গত ২০ তারিখ মঙ্গলবার কুরবানী ঈদ এর আগের দিন নরসিংদীর একটি হাসপাতালের ICU তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তরুণ  মাহফুজুল আলম। এ প্রজন্মের জন্য আদর্শ এই  সংগীত কম্পোজার ও  কলরব এর এক সময়ের আলোচিত শিশু শিল্পী ও বর্তমানের নানা সংগীত  আমাদের  উপহার দিতে পেরেছিল সে। তার কণ্ঠের জাদুতে মুখরিত ছিল আমাদের চারপাশে যেন এখনো তার সুর কানে বাঝে 

তার কিছু উল্লেখ যোগ্য সংগীত  জোৎস্না রাতে,শয়নে স্বপনে শুধু মা আরও অনেক সংগীত শুনেছি তার কণ্ঠে। আজ তার মাগফিরাতের জন্য কলরব এর অফিসিয়াল ফেইসবুক পেজ এ আজ রাত ৯টার সময়  লাইভ এ প্রচার হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম