আবুল কাসেম আহমেদ, নিউজ ডেস্ক আহ মৃত্যু কতটা আকস্মিক হয়ে আসে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি।ঘটনা ঘটেছে৷ ভারতের কর্ণাটক রাজ্যে... আমরা এরম কোন একটা ধারনা করতে পারিনা যে মৃত্যুও জানিয়েও আসে। এক মারাত্মক দু’র্ঘটনা ঘটেছে কর্ণাটকে। শ্রমিক দিবসেও ছুটি নেয়নি সে, বেরিয়েছিলেন অন্য দিনের মতই। স্কুলের ছুটির জন্যেই বাবার সঙ্গে বেরিয়ে ছিলেন তার ১০ বছরের ছেলেও। কিন্তু এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা কেউ কল্পনাতেও আনে নি। এই ব্যাক্তির নাম শিবকুমার, কর্ণাটকের বাসিন্দা উনি। কাজে বেরিয়েছিলেন অন্যান্য দিনের মতই। একটি ফ্যাক্টরি থেকে প্রেসার কুকার নিয়ে পৌঁছে দিচ্ছিলেন দোকানে। প্রায় ৯৭ কিমি গাড়ি চালিয়ে দুপুর ১২ টা নাগাদ যখন প্রায় পৌঁছে গেছেন গন্তব্যে তখনই তার হার্ট অ্যাটাক হয়।স্টেয়ারিং ধরে বসে থাকতে থাকতেই মারা যান উনি। পাশেই ছিল ১০ বছরের ছেলে পুনিত, এরম পরিস্থিতির সামনে পড়ে আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে স্টেয়ারিং সামলে রাস্তার ধারে গাড়ি থামায় সে। বুদ্ধির জোড়ে সেদিন অনেক মানুষের প্রান বাঁচায় সে। কিন্তু বাবাকে হারালো ১০ বছরের ছোট্ট পুনিত।
চলতি গাড়িতে হঠাৎ চালকের মৃত্যু , কাঁদতে কাঁদতে গাড়ি থামিয়ে দিল তার ১০ বছরের ছেলে
লিখেছেনtipsnow45
-
