সাকিব আল হাসানের ব্যাটে বলে দূর্দান্ত অলরাউন্ড নৈপূন্যে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ🇧🇩

Md. Tariqul Islam Jisan, Sports Affairs Representative
Bangladesh ensured the series win based on Shakib's batting and bowling. He made 97 off 109 balls with the bat and took 2 wickets with 42 runs in 10 overs with the ball. Has become the player of the match. Zimbabwe's recent results with Bangladesh are not good at all. But it is natural that they will give their best on the playground. The new news is that Bangladesh has won against Zimbabwe. Shakib played a fighting innings that day. Earlier, in the second ODI of the three-match series, Zimbabwe batted first and lost nine wickets for 240 runs in 50 oversবিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের শর্ট লেন্থের বল অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার পথে লাট করেছিলেন স্বাগতিক দলের ওপেনার তিনাশে কামুনহুকামুই। মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। টাইগার বোলারদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পান শরিফুল ইসলাম। সাকিব দখল করেন ২টি উইকেট। এছাড়া তাসকিন, সাইফ ও মিরাজ একটি করে উইকেট লাভ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম